বরিশাল ব্যুরো
ওমরা হজ্ব নিয়ে প্রতারনা করার অভিযোগ উঠেছে বরিশালে দি ইসলামিয়া ট্রাভেল এন্ড ট্যুরস প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ট্যুরস প্রতিষ্ঠানের বিরুদ্ধে হোটেলের বিল না দেয়া, দর্শনিয় স্থানগুলো পরির্দশন না করানো, খাবার না দেয়া ও রিয়াল দেয়ার কথা বলে অর্থ আত্মসাধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানাও একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারী ৩ লাখ ২০ হাজার টাকায় দি ইসলামিয়া ট্রাভেল এন্ড ট্যুরস থেকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের চিকিৎসক মো: শাহরিয়ার হক ও তারা মা শাহানারা আক্তারা ওমরা পালন করতে মক্কা য়ায়। কিন্তু দি ইসলামিয়া ট্রাভেল এন্ড ট্যুরস কোম্পনী থেকে হজ্ব পালনের প্রক্রিয়া সারা হলেও তাদের মক্কায় পাঠানো হয় জীবন ট্রাভেলস্ নামে একটি প্রতিষ্ঠান থেকে। মক্কাতে তাদের জন্য যে হোটেল রুম দেয়া হয়, সেই রুমে আরো দুই জন পুরুষকে দেয়া হয়। যার কারণে তারা আপত্তি করেন। পরে অন্য রুমে তাদের সিফট করা হয়। একই ভাবে মদিনায় গিয়েও অন্য রুম নিলেও তার টাকা দেয়নি ট্রাভেল এন্ড ট্যুরস কোম্পানী। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ তাদের আটকে দেয়, এবং বাংলাদেশ থেকে ৩২ হাজার ৬শ টাকা পাঠিয়ে হোটেল ছাড়তে হয় তাদের। আর হোটেলে থাকার সময়ে খাবার দেয়া হয়নি ৪ দিন। পরে বাধ্য হয়ে বাহির থেকে খাবার কিনে খেতে হয়েছে তাদের। এমনি মক্কা মদিনায় থাকাকালিন অবস্থায় দর্শনিয় স্থানগুলো পরির্দশন করননি ট্রাভেল কোম্পানী।
ডা. মো: শাহরিয়ার হক অভিযোগ করে বলেন, ওমরা করতে যাওয়ার আগে রিয়াল করে দেয়ার কথা বলে ৫ লাখ ৪৯ হাজার টাকার বিনিময় আমাদের ১৮ হাজার ৫শ রিয়াল প্রদান করা হয়েছে। ২৮ টাকা দরে রিয়াল হলে আমাদের পাওয়ার কথা ছিল ১৯ হাজার ৬০৭। কিন্তু ১৩শ ১ রিয়াল কম দিয়েছে। যার বাংলাদেশি মূল্য ৩৬ হাজার ৪শ টাকা। এসব অভিযোগ ও অতিরিক্ত ব্যায়ের টাকা ফেরত চাইতে গেলে উল্টে দেখে নেয়া ও খারাপ আচরণ করে দি ইসলামিয়া ট্রাভেল এন্ড ট্যুরস। এ বিষয়ে আমার মা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে দি ইসলামিয়া ট্রাভেল এন্ড ট্যুরস মালিক শাহাদাৎ হোসেন বলেন, তারা প্যাকেজে গিয়েছেন। সে ক্ষেত্রে প্যাকেজের সুযোগ সুবিধা দেয়া হয়েছে। তারা স্পেশাল গেলে তাদের আলাদা হোটেল রুম প্রদান করা হতো। আলাদা রুমের টাকা আমরা কেন পরিশোধ করবো। আর খাবার না দেয়ার বিষয়টি সত্য নয়। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, রিয়াল কিনতে হয়েছে ২৯ টাকা ৭০ পয়শায়। এ ছাড়া ব্যাংক খরচ ও যাতায়াত খরচ থাকার পরও তাদের সাড়ে ১৮ হাজার রিয়াল প্রদান করা হয়েছে। ##
Leave a Reply