শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের আয়োজনে শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম স্মৃতি বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আজ সোমবার। সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধান অতিথি বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ফারুক উল হক, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁঞা, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রেসক্লাবের ক্রীড়া বিভাগের তত্ত্বাবধানে শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম স্মৃতি বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা বাস্তবায়ন উপ-পরিষদের আহ্বায়ক, জ্যেষ্ঠ সাংবাদিক রাহাত খান এবং সার্বিক সহযোগিতায় থাকবেন ক্রীড়া উপ-পরিষদের সদস্য সচিব এবং প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আরিফিন তুষারসহ উপ-পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব আয়োজিত এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চারটি ইভেন্টে অনুষ্ঠিত হবে। ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম এবং লুডু এই চারটি ইভেন্টের প্রতিযোগিতায় বরিশাল মেট্রোপলিটন এলাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ছাড়াও বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেছেন
Leave a Reply