News Headline :
জাতীয় পতাকার অবমাননা…. পটুয়াখালীতে ছুরিকাঘাতে দুই ছাত্র নিহত । আহত ১ প্রধানমন্ত্রী দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরির্বতন এনেছেন : খান মামুন প্রাথমিক থেকেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : খাঁন মামুন বিউটি সিনেমা হলের মালামাল চুরি করতে গিয়ে পিতা-পুত্রসহ ৩ জন আটক বরিশাল নগরীতে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি ‘চ্যানেল আই’ এর বরিশাল জেলা প্রতিনিধি সাঈদ পান্থ দৈনিক সাহসী বার্তার ব্যাবস্থাপনা সম্পাদক এড এসএমএ বকর গুরুতর অসুস্থ্য।। বারডেম হাসপাতালে ভর্তি।। রোগমুক্তি কামনা শিবচরের এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৬, আহত ৩০।। যারা গরীবের সব কিছু কেড়ে নিয়েছে লুটে পুটে খাচ্ছে তারা বলে এনজয় বাংলা— বরিশালে রাশেদ খান মেনন
হায়রে কলিকাল ,ছাগলে চাটে বাঘের গাল!

হায়রে কলিকাল ,ছাগলে চাটে বাঘের গাল!

মো : নুরুল বশির:
————————
যতদূর মনে পড়ে কোন এক সময় ছোটদের পাঠ্য পুস্তকে এক ছাত্রকে পড়তে শুনেছিলাম একটি মজার গল্প।গল্পটি হলোঃ-
এক দেশের রাজা হঠাৎ খেয়াল করলেন রাজবাড়ির পাশে একটি গাছের ঢালে বসে এক অতি ক্ষুদ্রতর কিম্ভুতকিমাকার পাখি সমানে বলেতেছে-রাজার যত ধন আমারও তত ধন! রাজা মহোদয়তো অবাক।পাখি এসব কি বলছে? আমার (রাজার) যত ধন পাখিরও তত ধন? এ-ও কি সম্ভব ? রাজা প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালো।প্রধানমন্ত্রী এসে রাজার নিকট সব শুনে এবার জানালার কাছে গিয়ে দেখলো পাখিটি গাছের ঢালে বসে মনের সুখে বলছে- রাজার যত ধন
আমারও তত ধন!!
এবার রাজা মহোদয় প্রধানমন্ত্রীকে নির্দেশ দিলেন পাখিটিকে ধরে তার সামনে হাজির করতে।প্রধানমন্ত্রী কোতোয়াল পাঠালেন পাখিকে ধরে আনতে।কোতোয়াল পাখিকে ধরে রাজার সামনে পেশ করলে রাজা পাখির নিকট জানতে চাইলেন তোমার কত ধন আছে? পাখি একটি সামান্য রৌপ্য মুদ্রা দেখিয়ে রাজাকে বললো এই যে দেখুন আপনার মত আমারও মুদ্রা আছে! রাজা তাকে জিজ্ঞেস করলো এ মুদ্রা তুমি কোথায় পেয়েছো? পাখি বললো এ মুদ্রা আমাকে নাপিত দিয়েছে। তারপরে কি? আমার মনে নেই তবে সম্প্রতি আমাদের দেশে এক কিম্ভুত কিমাকার বন্য পাখিকে কোন এক নাপিতের শেখানো গান বেশ জোরেশোরেই গাইতে শোনা যাচ্ছে!
আর এসব দেখে শুনে আমাদের গ্রামের গেদু চাচায় ভীষণ গোস্যা হয়ে বললেন-
হায়রে কলিকাল ,ছাগলে চাটে বাঘের গাল!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved by Sahoshi Barta
কারিগরি সহায়তা: Next Tech