নিজস্ব প্রতিবেদক :বাদ প্রকাশের জেরে বেসরকারি সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করার উদ্বেগ এবং নিন্দা জানিয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে এমন ঘটনা দুঃখজনক বলে আমরা মনে করি। সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
একই সাথে সংবাদ কর্মীরা যাতে স্বাধীনভাব সংবাদ প্রচার করতে পারে তার জন্য সরকারের কাছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেে দাবি করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
Leave a Reply