News Headline :
জাতীয় পতাকার অবমাননা…. পটুয়াখালীতে ছুরিকাঘাতে দুই ছাত্র নিহত । আহত ১ প্রধানমন্ত্রী দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরির্বতন এনেছেন : খান মামুন প্রাথমিক থেকেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : খাঁন মামুন বিউটি সিনেমা হলের মালামাল চুরি করতে গিয়ে পিতা-পুত্রসহ ৩ জন আটক বরিশাল নগরীতে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি ‘চ্যানেল আই’ এর বরিশাল জেলা প্রতিনিধি সাঈদ পান্থ দৈনিক সাহসী বার্তার ব্যাবস্থাপনা সম্পাদক এড এসএমএ বকর গুরুতর অসুস্থ্য।। বারডেম হাসপাতালে ভর্তি।। রোগমুক্তি কামনা শিবচরের এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৬, আহত ৩০।। যারা গরীবের সব কিছু কেড়ে নিয়েছে লুটে পুটে খাচ্ছে তারা বলে এনজয় বাংলা— বরিশালে রাশেদ খান মেনন
ব‌রিশা‌লে শতভাগ পাসের তালিকায় ৩৪টি ক‌লেজ

ব‌রিশা‌লে শতভাগ পাসের তালিকায় ৩৪টি ক‌লেজ

বরিশাল ব্যুরো :  উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার কো‌নো ক‌লে‌জেই শূন্য পাস নেই। ত‌বে শতভাগ পাসের তালিকায় র‌য়ে‌ছে ৩৪টি ক‌লেজ।
ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এবার পরীক্ষার্থী‌দের ইং‌রেজী সাব‌জে‌ক্টে তুলনামূলক ফলাফল খারাপ হ‌য়ে‌ছে। এবার ব‌রিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবো‌র্ডে পা‌সের হার ৮৬ দশ‌মিক ৯৫ ভাগ। গত বছর পা‌সের হার ছি‌ল ৯৫ দশ‌মিক ৭৬। গত বছ‌রের তুলনায় পা‌সের হার কম হ‌লেও ফলাফলে সবাই সন্তুষ্ট বলে জা‌নি‌য়ে‌ছে বোর্ড কর্তৃপক্ষ। অপর‌দি‌কে এবা‌রে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ৭৩৮৬ জন, যা গত বছ‌রের তুলনায় ২৫৮৫ জন কম।
অরুন কুমার আরও ব‌লেন, এবার সর্বমোট ৬১ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর ম‌ধ্যে উত্তীর্ণ হ‌য়ে‌ছে ৫৩ হাজার ৮০৭ জন। এরম‌ধ্যে ছে‌লে ২৫ হাজার ৫৮৮ ও মে‌য়ে ২৮ হাজার ২১৯ জন। এছাড়া ৭ হাজার ৩৮৬ জন জি‌পিএ-৫ প্রাপ্তদের শিক্ষার্থীদের ম‌ধ্যে ছেলে দুই হাজার ৫৮০ ও মে‌য়ে ৫ হাজার ৮০৬ জন। ৩৩১ ক‌লে‌জের পরীক্ষার্থীরা ১২৫ কে‌ন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। এরমধ্যে পু‌রো পরীক্ষায় ব‌হিস্কার হ‌য়েছে ২০ জন পরীক্ষার্থী।
পরীক্ষা নিয়ন্ত্রক ব‌লেন, ব‌রিশাল বিভা‌গে এবা‌রে পা‌সের হা‌রে এ‌গি‌য়ে র‌য়ে‌ছে ভোলা জেলা। ওই জেলায় পা‌সের হার ৯২ দশমিক ৯। এরপ‌র ৯১ দশ‌মিক ১২ ভাগ নি‌য়ে এ‌গি‌য়ে আ‌ছে ব‌রিশাল। ঝালকা‌ঠি‌তে পা‌সের হার ৮৮ দশ‌মিক ২৫, পি‌রোজপু‌রে ৮৮ দশ‌মিক ১৮, বরগুনায় ৮৭ দশ‌মিক ৮৩ ও পটুয়াখালী‌তে পা‌সের হার ৭৩ দশ‌মিক ৭৫ ভাগ। ভোলা পা‌সের হা‌রে এ‌গি‌য়ে থাক‌লেও দুই হাজার ২৯৭‌টি জি‌পিএ-৫ এ পে‌য়ে এ‌গি‌য়ে ব‌রিশাল জেলা। এছাড়া ভোলায় জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে ৬৫৩ জন, ঝালকা‌ঠি‌তে ২৯৮ জন, পি‌রোজপু‌রে ৫৪৭ জন, বরগুনায় ৫২৭ জন ও পটুয়াখালী‌তে ৪৮৪ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved by Sahoshi Barta
কারিগরি সহায়তা: Next Tech