নিজস্ব প্রতিবেদক : উজিরপুরে হত্যার হুমকি ও মিথ্যা মামলা দিয়ে মোল্লা পরিবারকে একের পর এক হয়রানি করছে খুনিচক্র ‘ বলে অভিযোগ করেন, উজিরপুর উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা(৪৬), পিতা. গুঠিয়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মৃত. আব্দুর রশিদ মোল্লা। এব্যপারে শিপন মোল্লা বলেন, “তিনি সহ তার বড় ভাই আহম্মেদুল কবির বিপ্লব মোল্লা(৫০), ছোট ভাই পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর(প্যানেল মেয়র) ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন মোল্লা(৩৬),’কে তাদের পিতার মত হত্যা করার হুমকি প্রদান করে তার পিতার হত্যাকান্ডে জড়িত সেই খুনিচক্র”। ১. মোঃ শাখাওয়াত হোসেন বাবুল(৬০), পিতা. মৃত. মোক্তার আলী হাওলাদার, সাং. পৌরসভার ৪ নং ওর্য়াড। ২. আঃ রশিদ হাওলাদার (৬০), পিতা. মৃত. কদম আলী হাওলাদার, সাং. পৌরসভার ৫ নং ওর্য়াড। ৩. মোঃ বজলু হাওলাদার (৬০), পিতা. মৃত. ছদুর হাওলাদার, সাং. তেরদ্রোন উজিরপুর। এর মধ্যে মোঃ বজলু হাওলাদার তার পিতার হত্যা মামলার যাবদজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হয়ে এমন কান্ড ঘটানোর পরিকল্পনা করে চলেছে। তিনি আরো বলেন, তাদের মোল্লা পরিবারের নাম বদনাম সহ খুন জখম করার জন্য তারা সর্বক্ষণ কুচক্রান্ত করছে। এসব খুনিচক্র যারা ভূমিদস্যুতা, মাদক ও নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি সহ একাধিক অপকর্মের সাথে জড়িত। এই সব খুনীচক্র ও সন্ত্রাসীদের যথাযথ আইনি বিচার দাবি করেন তিনি।
Leave a Reply