বরিশাল ব্যুরো : বরিশালে আওয়ামীলীগ এবং বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি বরিশালের বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। বাকেরগঞ্জ, উজিরপুরে সকাল দশটা থেকে এই কর্মসূচির শুরু হয়। তবে কোথায়ও এই কর্মসূচি নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আওয়ামীলীগ সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন ইউনিয়নে শান্তি সমাবেশ করে। এরই অংশ হিসেবে সকাল ১০ টায় উজিরপুরের সাতলা ইউনিয়নে সমাবেশ ও শান্তির পক্ষে মিছিল বের করে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন, সাধারন সম্পাদক মো : শাহীন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি পরিমল চন্দ্র বাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো : মশিউর মিয়া, মো : আনোয়ার হোসেন বালী, সবুজ বালী ও মো : আসাদ হাওলাদার বক্তৃতা করেন। অপরদিকে বিএনপি সরকারের পদত্যাগসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ মিলিয়ে দশ দফা দাবীতে মিছিল করে। এসময় বক্তারা বলেন, বিএনপি জামায়াতে নৈরাজ্য জনতা এর আগে দেখেছে। তাই বিএনপি পদযাত্রার নামে দেশকে ফের অস্থিশীল করতে চাইছে বলে তারা মাঠে রয়েছে। কর্সূচি নিয়েবিএনপির নেতারা বলছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জনতার নভিস্বাস উঠেছে। এজন্য সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সরকারকে হটানোর জন্য তাদের এই কর্মসূচি।
Leave a Reply