বরিশাল ব্যুরো : বরিশালে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানির প্রতিবাদে ও দোষিদের গ্রেফতারপূর্বক বিচারের দাবীতে নগরীতে মানবন্ধন করেছে মহিলা পরিষদ। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় অশি^নী কুমার হলের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালক করা হয়। কর্মসূচি পালন শেষে সংগঠনের সাধারন সম্পদক পুষ্প চক্রবর্তীর নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয় । আভ্যন্তরিন বিরোধের জের ধরে সম্প্রতি নগরীর হোম ইকনমিক্স কলেজের শিক্ষিকা মর্জিনা আক্তারের সাথে একই কলেজের শিক্ষকা নিশাত আরেফিনের বাকবিতন্ডা হয়। বিষয়টি নিশাত আরেফিন তার স্বামী হাসনাইন চৌধুরীকে জানালে গত দু দিন আগে তিনি কলেজ ক্যাম্পসে এসে শিক্ষিকা মর্জিনা আক্তারের উপর হামলা চালায়। এঘটনা ন্যাক্কারজনক বলে এর উপযুক্ত বিচার দাবী করেন বক্তারা।
Leave a Reply