বরিশাল : বরিশাল বিএম কলেজের ইতিহাস বিভাগের পূনর্মিলনীতে অংশগ্রহনের নিবন্ধন শুরু হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বরিশালের বিশিষ্ট আইনজীবী আনিস উদ্দিন শহীদ। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিবন্ধন চলবে। আগামী ১১ মার্চ বিএম কলেজের ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পূনর্মিলনী অনুষ্ঠিত হবে।
পূনর্মিলনী উদযাপন উপলক্ষে আজ (৪ ফেব্রুয়ারি) বিএম কলেজের ইতিহাস বিভাগের সেমিনার কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আনিস উদ্দিন শহীদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, বিশিষ্ট আইনজীবী মো. মজিবুর রহমান নান্টু, বিএম কলেজের প্রাক্তন ভিপি মো. আনোয়ার হোসাইন, গ্রামীন ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা গোলাম মোহাম্মদ চৌধুরী, বরিশাল জজ আদালতের আইনজীবী মো. নজরুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ।
বি এম কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও পূনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব ড. ফাতেমা হেরেন মালা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি দুই হাজার টাকা এবং সহযোগীর জন্য এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
পূনর্মিলনী উদযাপন কমিটির সদস্য নূরুজ্জামান মামুন এর ০১৭১৫৪৮৫২৮৫ মুঠোফোন নম্বরে ফোন দিলে সার্বিক তথ্য জানা যাবে।
#
Leave a Reply