বরিশাল ব্যুরো : অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বরিশাল মহানগর আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগসংগঠন, বাংলাদেশ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা। রাত ১৩ টা ১ মিনিটে পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বরিশাল মেট্রপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার এর নেতৃত্বে মেট্রপলিটন পুলিশ শ্রদ্ধা নিবেদন করেন।
বরিশাল মহানগর জাসদের সাধারন সম্পাদক মনোতোষ সিকদার ও জাসদ নেতা দ্বীপকের নেতৃত্বে জাসদ নেতাকর্মিরা শ্রদ্ধা নিবেদন করেন।
Leave a Reply