News Headline :
জাতীয় পতাকার অবমাননা…. পটুয়াখালীতে ছুরিকাঘাতে দুই ছাত্র নিহত । আহত ১ প্রধানমন্ত্রী দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরির্বতন এনেছেন : খান মামুন প্রাথমিক থেকেই স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : খাঁন মামুন বিউটি সিনেমা হলের মালামাল চুরি করতে গিয়ে পিতা-পুত্রসহ ৩ জন আটক বরিশাল নগরীতে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি ‘চ্যানেল আই’ এর বরিশাল জেলা প্রতিনিধি সাঈদ পান্থ দৈনিক সাহসী বার্তার ব্যাবস্থাপনা সম্পাদক এড এসএমএ বকর গুরুতর অসুস্থ্য।। বারডেম হাসপাতালে ভর্তি।। রোগমুক্তি কামনা শিবচরের এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৬, আহত ৩০।। যারা গরীবের সব কিছু কেড়ে নিয়েছে লুটে পুটে খাচ্ছে তারা বলে এনজয় বাংলা— বরিশালে রাশেদ খান মেনন
পুলিশ এখন জনগনের বন্ধু. . বরিশালের মুলাদী থানারভবনের উদ্বোধন কালে স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খানকামাল

পুলিশ এখন জনগনের বন্ধু. . বরিশালের মুলাদী থানারভবনের উদ্বোধন কালে স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খানকামাল



বরিশাল ব্যুরো : পুলিশ বাহিনী এখন অনেক এগিয়ে গেছেপুলিশ এখনজনগণের বন্ধু জণগনের সঙ্গে থাকে যে কারনে পুলিশ বাহিনী এখনজনগনের আস্তার জায়গায় পরিনত হয়েছেপুলিশ বাহিনীকে আমরাআরো আধুনিক সু সজ্জিত করছি গতকাল বৃহস্পতিবার দুপুরেবরিশালের মুলাদী থানার সাড়ে ছয় কোটি টাকা ব্যায়ে চারতলানবনির্মিত  ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খান কামাল এমপি এসব কথা বলেন পুলিশ সুপারওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে নবর্নির্মিত ভবনের ফলকউন্মোচনকালে তিনি আরো বলেন, নির্বাচনের সময় পুলিশ বাহিনীনির্বাচন কমিশনের কথামতো কাজ করে নির্বাচন কমিশন যখননির্বাচনী তফসিল ঘোষনা করবেন তখন পুলিশ নির্বাচন কমিশনেরঅধিনে থাকবেন তারা পুলিশ নিয়ন্ত্রন করবেন শুধু পুলিশই নয়, নির্বাচন সংশ্লিষ্ঠ সবাইকে নিয়ন্ত্রন করবে নির্বাচন কমিশন নির্বাচনকমিশন যেভাবে চায় সেভাবেই কাজ করবে তারা তিনি আরো বলেন, দেশের বিভিন্ন যায়গায় দুএকজন জঙ্গির উপস্থিতির কথা শোনা যায়তবেজঙ্গিরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শুধু দক্ষিণাঞ্চল নয় সিলেটেও কয়েকজন জঙ্গির নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর। শুধু দক্ষিণাঞ্চলে নয় সারা দেশে তারা যেখানেই থাকুক না কেন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্যকর ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, মুলাদি থানার মতো একই ডিজাইনে দেশে ১০১টি থানা নির্মাণ করা হচ্ছে, এসব থানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি হেল্প ডেস্ক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সব সুযোগ-সুবিধা এ থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সব মানুষের আইনি সেবানিশ্চিত করা হবে। মুলাদী থানার নবনির্মিত ভবন উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,বরিশাল-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহে আলম তালুকদার, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য (এমপি) পঙ্কজ নাথ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য (এমপি) নাসরিন জাহান রত্না, সংরক্ষিত নারী আসন-২৮ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দা রুবিনা আক্তার,  বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর সাদেকুল আরেফিন, বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উলআহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কে এম জাহাঙ্গীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved by Sahoshi Barta
কারিগরি সহায়তা: Next Tech