বরিশাল : বরিশালে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সমাবেশ ও পদযাত্রা করেছেজেলা ও নগর বিএনপি। শনিবার বেলা সাড়ে এগারোটায় অশি^নীকুমার হল চত্বরে দলীয় কার্যালয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেনকেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার। এসময় বক্তারা বলেন, এই ভোটারবিহীন সরকারের কারণে জনদুর্ভোগদিন দিন বেড়েই চলছে। নিত্য পণ্যের মূল্যের দিকে তাকালেই এর যথেষ্টপ্রমাণ মিলবে। তাই আমরা চাচ্ছি আর যাতে রাতে কোন নির্বাচন নাহতে পারে তার জন্য জনতাকে সাথে নিয়ে আন্দোলন করছেন। যারধারাবাহিকতায় আজকের এই পদযাত্রা কর্মসূচি। যেখানে মানুষ তাদেরসমর্থন জানাচ্ছে।পদযাত্রা নগরীর বিভিন্ন সড়ক হয়ে দলীয় কার্যালয়ে সমাপ্ত হয়।
Leave a Reply