বরিশাল ব্যুরো : “কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উদযাপন উপলক্ষে আজ ০১ মার্চ সকাল ১০:৩০ টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল শ্যাডে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার ।
আলোচনা সভায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে শোকাহত স্বজনহারা পুলিশ পরিবারকে মাননীয় আইজিপি মহোদয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় শাহাদাত বরণকারী বীর পুলিশ সদস্যদের প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার ।
এ সময় আরো উপস্থিত ছিলন, বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব এস এম আক্তারুজ্জামান, বিএমপি ও বরিশাল রেঞ্জের সকল শীর্ষ কর্মকর্তাগণ, অন্যান্য ইউনিট প্রধান ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ শহীদদের শোকাহত স্বজনহারা পরিবারের সদস্যবৃন্দ।
Leave a Reply