বরিশাল : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর অংগ ও সবযোগী সংগঠনের নেতাকর্মিরা। দিনটির শুরুতে সকালে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরীর সোহেল চত্তরস্থ্য আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সময়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড তালুকদার মো: ইউনুছ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এড একেএম জাহাঙ্গিরসহ আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতাকরমিরা ফুলের শ্রদ্ধা জানান। এর পরে সকাল দশটায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভির শ্রদ্ধা নিবেদন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার সহ প্রশাসনের কর্মকর্তারা।
Leave a Reply