নিজস্ব প্রিরতিবেদক : বরিশাল জেলার উজিরপুরের জল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ ও সন্ত্রাসীদের হাতে নিহত চেয়ারম্যান অবনী ভূষন বাড়ৈর একমাত্র পুত্র অচিন্ত্য বাড়ৈকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে রাজনৈতিক প্রতিরক্ষরা। আসন্ন উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে সভাপতি প্রার্থী হওয়াকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে এক যুবককে পিস্তল দিয়ে গুলি করে ব্র্রীজ থেকে নদীতে ফেলে হত্যার চেষ্টার নাটক সাজানো হয়েছে বলে দাবী করেন অচিনিচ বাড়ৈ। তবে ইতিমধ্যেই আসল রহস্য ফাঁস হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বৃহস্পতিবার রাত ৩ টার দিকে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম রামেরকাঠী গ্রামের মৃত অনিল চন্দ্র হালদারের পূত্র অসিম চন্দ্র হালদার (৩২)কে জুনিয়র বাজারে আসেন। তবে সাবেক ইউপি চেয়ারম্যান মৃত অভূনি ভূষণ বাড়ৈর পূত্র ছাত্রলীগ নেতা ও কুড়লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, কুড়লিয়া বাজারের সভাপতি অচিন্ত্য বাড়ৈকে ফাঁসানোর উদ্দেশ্যেই তিনি এখানে আসেন বলে জানান অচিন্ত্য বাড়ৈর সমর্থকরা। এক ভিডিও বার্তায় অসিম হালদার জানান. অচিন্ত্য বাড়িসহ ৫ জন মিলে তার উপর হামলা চালিয়ে নগদ ২০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এমনকি তাকে মারধর করে একটি গাড়িতে তুলে তাকে সাতলা বাজারের ব্রীজে নিয়ে হত্যার জন্য পিস্তল দিয়ে গুলি ছোড়ে। তবে তিনি ব্রীজ থেকে লাফিয়ে নদীতে পরে প্রানে রক্ষা পান। অচিনেতা বাড়ৈর বিরুদ্ধে এমন অভিযোগ তুলে অসীম চন্দ্র হালদার হাসপাতালে ভর্তি হয়ে ঘটনাটি নেট দুনিয়ায় ভাইরাল করে দেন। তবে এ বিষয়ে অনুসন্ধান করতে সরেজমিনে গিয়ে ঘটনার কোন সত্যতা মেলেনি। এমনকি ঘটনার রাতে কুড়লিয়া বাজারে কোন হামলার ঘটনা সংগঠিত হয়নি বলে জানান ব্যবসায়ী, পাহারাদারসহ স্থানীয়রা। এ ব্যাপারে অসীম চন্দ্র হালদারের সাথে হাসপাতালে যোগাযোগ করতে গেলে তাকে পাওয়া যায়নি। কুড়লিয়া বাজারের পাহারাদার বাবুল বাড়ৈ জানান, এরকম কোন হামলার ঘটনা দেখিনি ও শুনিনি। বাবুল জানান, রাতে পাহারাদার ছিল, কোনো ঘটনা ঘটলে তারাতো জানত।গ্রাম পুলিশ ও বাজার কমিটির সাধারণ সম্পাদক শিব শংকর বলেন, এটা নাটক ছাড়া আর কিছুইনা। অচিন্ত্য বাড়ৈ’র মা সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উর্মিলা বাড়ৈ জানান, আমার ছেলে অচিন্ত্য বাড়ৈ ঘটনার দিন মামাবাড়ি কোটালীপাড়া উপজেলার বটবাড়ি গ্রামে ছিল। মূলতঃ আমার ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদের প্রার্থী হওয়ায় আমার ছেলের বিরুদ্ধে একটি কুচক্রী মহল তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য মিথ্যা নাটক সাজিয়ে বিভিন্ন মহলে অপপ্রচার চালিয়ে আমাদের সাময়িক হয়রানি করছে। অচিন্ত্য বাড়ৈ জানান, আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হওয়ায় একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার বিন্দুমাত্র সত্যতা পাওয়া যায়নি এবং থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। এদিকে হত্যা চেষ্টার নাটক সাজানোর অভিযোগে অসীমের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান অচিন্ত্য বাড়ৈ। ইতিমধ্যেই তিনি অসীমের বিরুদ্পুধে বরিশাল জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
Leave a Reply