News Headline :
দল নিরপেক্ষ ও নির্বাচন কালীন সরকার গঠন করতে হবে—বরিশালে বাংলাদেশ জাসদ নেতৃবন্দ রোটারী ক্লাব অব বরিশালের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরন, গাছের চারা রোপন এবং অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত উজিরপুর উপজেলার ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী উজিরপুরের ওটরায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দূর্ধষ চুরি দুই পূত্র থাকার পরও চাচাকে নি:সন্তান অবস্থায় মৃত্যু দেখিয়ে সমস্ত সম্পত্তি নিজ নামে রেকর্ড করিয়ে নিলো ভূমিদস্যু বিজন হালদার!! কোটি কোটি টাকা ভারতে পাচার!! উজিরপুরে সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন, আঃরহিম সরদার সভাপতি, শাকিল মাহমুদ বাচ্চু সাধারণ সম্পাদক। ঝালকাঠীতে যাত্রীবাহি বাস পুকুরে পরে মহিলা ও শিশুসহ নিহত ১৭।। আহত ২৫ মেয়র সাদিক আবদুল্লাহর অনন্য মানবিক উদ্যোগ বরিশাল-২ আসনে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশ জাসদ নেতা এড আনিচুজ্জামান আনিচ বরিশালে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ।। পুলিশের ধাওয়া খেয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু
বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় সমীপে খোলা চিঠি

বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় সমীপে খোলা চিঠি

বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় সমীপে খোলা চিঠি
#########################
মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়,
আসসালামু আলাইকুম। আমরা বরিশালবাসী দীর্ঘদিন যাবত বিদ্যুৎ বিভাগের একচেটিয়া খামখেয়ালিপনার স্বীকার হয়ে প্রচন্ড রকম হয়রানির মধ্যে আছি।কোনরূপ নিস্তার নেই। বরিশাল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রবিউশন কোঃ লিঃ বরিশাল -১ এর আওতায় আমি একজন গ্রাহক।আমার দোতলা বাড়ির উপর তলায় আমি বসবাস করি।নিজতলায় আমার একটি স্টল আছে।উক্ত স্টলটিতে গত জানুয়ারি মাস থেকে কোন ভাড়াটিয়া নেই। স্টলটির চারটি সাটারই বন্ধ আছে।আমি ডিসেম্বর মাসে বিল পরিশোধ করার পর জানুয়ারি ফেব্রুয়ারির কোন বিল পাইনি।অথচ আমার বাসার বিল নিয়মিত পেয়েছি এবং যথারীতি পরিশোধও করেছি।গতকাল রাতে আমার স্টল ভাড়া নেওয়ার জন্য এক লোক আসলে তাকে সাটার খুলে স্টল দেখাতে গিয়ে দেখি বন্ধ সাটারের ফাক দিয়ে বিদ্যুৎ বিল ফেলে রেখে গেছে।তাতে বিল পরিশোধের ডেট চলে গেছে। আমি বিল দুটি নিয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে পরিশোধের তারিখ বাড়িয়ে আনতে যাওয়ার আগেই কোন রকম তাগিদ না দিয়ে বিদ্যুৎ এর লোকজন আমার লাইন কেটে দেয়। বিদ্যুৎ এর লাইন ম্যানের হাবভাবটা এমন যে তিনি রাজা কৃষ্ণ গৌড়ের প্রধানমন্ত্রী। অতঃপর আমি বিষয়টি এসডি সাহেবকে জানালে তিনি ২৯ মার্চ বিল পরিশোধের তারিখ দিয়ে আমাকে নতুন বিল করে দিয়ে বলেন যে, বিলটি পরিশোধ করে দিন।আপনার সংযোগ আজই সংযুক্ত করার ব্যবস্হা করতেছি।যথারীতি তিনি তার কথা রেখেছেন। আমার বিদ্যুৎ সংযোগ তিনি দিয়েছেন ; কিন্তু প্রশ্ন হলো কেন আমার মত সাধারণ গ্রাহকরা এমন হয়রানি হবে? বন্ধ ঘরে আমার মিটার চার্জ দেওয়া যেতে পারে ; কিন্তু বিদ্যুৎ ব্যবহার না করেই কেন আমি ১২৫০+১২২০=২৪৭০/- টাকা বিল দেবো? এই মগের মুল্লুক থেকে আমরা সাধারণ জনগন কি মুক্তি পাবো না?
বিদ্যুৎ বিভাগকে কোন বেনিয়ার কাছে দেওয়া হলো যেখানে সাধারণ জনগনের কোন মান সম্মানের কোন মূল্য নেই !
অভিযোগটি তদান্তঅন্তে প্রয়োজনীয় আদেশ নির্দেশ দেওয়ার বিনীত আবেদন জানাচ্ছি।
বিনীত নিবেদক
মো: নুরুল বশির
A/C NO 13783201116748

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved by Sahoshi Barta
কারিগরি সহায়তা: Next Tech