News Headline :
দল নিরপেক্ষ ও নির্বাচন কালীন সরকার গঠন করতে হবে—বরিশালে বাংলাদেশ জাসদ নেতৃবন্দ রোটারী ক্লাব অব বরিশালের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরন, গাছের চারা রোপন এবং অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত উজিরপুর উপজেলার ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী উজিরপুরের ওটরায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দূর্ধষ চুরি দুই পূত্র থাকার পরও চাচাকে নি:সন্তান অবস্থায় মৃত্যু দেখিয়ে সমস্ত সম্পত্তি নিজ নামে রেকর্ড করিয়ে নিলো ভূমিদস্যু বিজন হালদার!! কোটি কোটি টাকা ভারতে পাচার!! উজিরপুরে সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন, আঃরহিম সরদার সভাপতি, শাকিল মাহমুদ বাচ্চু সাধারণ সম্পাদক। ঝালকাঠীতে যাত্রীবাহি বাস পুকুরে পরে মহিলা ও শিশুসহ নিহত ১৭।। আহত ২৫ মেয়র সাদিক আবদুল্লাহর অনন্য মানবিক উদ্যোগ বরিশাল-২ আসনে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশ জাসদ নেতা এড আনিচুজ্জামান আনিচ বরিশালে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ।। পুলিশের ধাওয়া খেয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু
যারা গরীবের সব কিছু কেড়ে নিয়েছে লুটে পুটে খাচ্ছে তারা বলে এনজয় বাংলা— বরিশালে রাশেদ খান মেনন

যারা গরীবের সব কিছু কেড়ে নিয়েছে লুটে পুটে খাচ্ছে তারা বলে এনজয় বাংলা— বরিশালে রাশেদ খান মেনন

বরিশাল ব্যুরো : বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান এমপি বলেছেন ১৪ বছরে দেশে অভুতপূর্ব ঊন্নয়ন হয়েছে এ কথা সবই সত্য আজকে দেশের মানুষ পদ্মা সেতুর উপর দিয়ে যখন যায়b তখন বলে জয় বাংলা, দেশের মানুষ যখন পাতাল রেল দেখতে যায় তখন বলে জয় বাংলা, যখন মানুষ পায়রা বন্দর যায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায় তখন বলে জয় বাংলা কিন্তু ওই লুটেদের দল যারা গরীবের সব কিছু কেড়ে নিয়েছে লুটে পুটে খাচ্ছে তারা বলে এনজয় বাংলা। ব্যংকে কৃষকের একাউন্টে টাকা নেই কিন্তু লুটেলারদের একাউন্টে হাজার হাজার কোটি টাকা। কৃষকরা তাদের পন্যের  দাম পান না কিন্তু বাজারে সেই কৃষকের উৎপাদিত পন্য ধরতেও পারবে না। মাংস ডিম আদা চাল সব কিছু গরীবের জন্য হাড়াম হয়ে গেছে। আমরা কি শুধু পাতাল ট্রেন , বিদ্যুৎ , পদ্মা ব্রীজ দেখে বাংলা বলবো ।যে উন্নয়ন জনগনের স্পর্শ থাকেন, জনগনের পেট ভরে না সে উন্নয়ন টেকসই হয় না।
তিনি বলেন দ্রব্য মুল্য হু হু করে বাড়ছে,নিন্ম ও মধ্যবিত্ত মানুষের ক্রয় জ্ক্ষমতার বাইরে চলে গেছে
ইসলামী দলগুলো হেলিকাপ্টারে করে মাহফিল করছেন হাদিয়া নিচ্ছেন কিন্তু রমজানে মুসল্লীরা কিছু কিনে ক্ষেতে পারবেন কিনা তানিয়ে টু শব্দ করছেন না। গতকাল বিকেল ৪টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে  ওয়াকার্স পার্টির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা ওয়াকার্স পার্টির সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য শেখ টিপু সুলতানের সঞ্চালনায় বিভাগীয় সমাবেশে তিনি আরো বলেন নির্বাচন আমরা করবো। অতীতের কাছ থেকে শিক্ষা নিয়ে বলছি আমরা আমাদের নিজস্ব প্রতীক হাতুরী মার্কায় নিরবাচন করবো। আসুন সংঘাতের পথ পরিহার করে অন্তর্বর্তী কালীন সরকারের অধীনে নির্বাচন করি।
সমাবেশে সাতক্ষিরা ১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ  বলেন আমরা ১৪ দল সম্মিলিত ভাবে লড়াই করে জামাত বিএনপিকে  রুখে দিয়েছিলাম। ২৩ দফার ভিত্তিতে যে আন্দোলন করেছিলাম তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি। দেশের উন্নয়ন হয়েছে একথা সত্য কিন্তু কোথায় যেনো বড় ফাঁক ফোকর রয়েছে। সর্বত্র দূর্নীতি লুটপাট চলছে। ব্যাংক ডাকাতি করে বিদেশে অর্থ পাচার করা হচ্ছে। কিন্তু ডাকাতদের ধরা হচ্ছেনা।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন অথচ দেশ চালাচ্ছেন বিএনপি জামাতের প্রেতাত্মারা। এটা মেনে নেওয়া যায় না। ১৪ দল জোট থেকে বেরিয়ে গেলে ক্ষমতায় যেতে পারবেন না।
লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে খেটে খাওয়া মানুষের কাছে সব কিছুই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সারা দেশে কৃষকরা অসহায়, তাদের কথা কেউ বলেনা।
ওয়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপ, বরিশাল জেলা কমিটির সদস্য তালুকদার মো : শাহজাহান, পিরোজপুর জেলা ওয়াকার্স পার্টির নেতা খান মো: রুস্তুম আলী, ওয়াকার্স পর্টির পটুয়াখালী জেলা সভাপতি অনিমেশ হালদার, ওয়াকার্স পার্টির নেতা মোজাম্মেল হক ফিরোজ, যুবমৈত্রির বরিশাল জেলা সভাপতি ফায়জুল হক ফারাহিন বালী, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারমযান সীমা রানী শীল, শ্রমিক ফেডারেশনের সভাপতি জাকির হোসেন, ছাত্রমৈত্রির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব হোসেন। এর আগে দুপুরের পর থেকে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয় সমাবেশ স্থলে জড়ো হয়। বিকেলের মধ্যে পুরো এলাকা নেতা কর্মিদের পদচারনায় পুর্ন হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved by Sahoshi Barta
কারিগরি সহায়তা: Next Tech