পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে একদল কিশোর গ্যাংরা কুপিয়ে হত্যা করেছে ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র নাফিস মোস্তফা আনসারী ও মারুফ হাওলাদারকে । এঘটনায় গুরতর আহত হয়েছে শিক্ষার্থী সিয়াম। এদের গুরতর আহতবস্থায় আহত অবস্থায় নাফিস ও মোস্তফাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেআনা হলে গতকাল রাতে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে । তখন নিহতদের সাথে আসা স্বজনরা কান্নায় ভেঙ্গে পরে । নিহতরা বাড়ী পটুয়াখালী জেলার বাউফলের ইন্দ্রকূল গ্রামে ।
স্বজনরা জানায়, গতকাল বুধবার দুপুরে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠান শেষে বিকালে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জেরে স্কুলের উত্তর পাশে ব্রীজের উপর নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই হামলা চালায় এবং তাদের কুপিয়ে মারত্মক আহত করে সড়কে ফেলে বীরদর্পে চলে যায় ।আহতদের চিৎকার শুনে এলাকাবসী এসে তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাদের রাত ৮ টায় বরিশাল শের- ই -বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক নাফিস ও মোস্তফাকে মৃত ঘোষনা করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । চিকিৎসক জানান, হাসপাতালে আনার ঘন্টা খানেক আগে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। আহত সিয়াম বরিশালের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থায় আশংকাজনক । এই ২ টি হত্যাকান্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।
Leave a Reply