[মন্তব্য প্রতিবেদন]
মো : নুরুল বশির : স্বাধীনতা~আমার~স্বাধীনতা# শিরোনামে জনাব রাজ্জাক রাজুর হতাশগ্রস্হ পোস্টটি পড়লাম।জনাব রাজুর মত ২০২১ সালে আমিও হতাশ হয়েছিলাম জাতীয় পতাকার অবমাননা দেখে।
জনাব রাজু আপনার জন্য একটি ছবি পোস্ট করলাম।২০২১ সালে স্বাধীনতা দিবসে তোলা।
মা।মাগো- প্রিয় মাতৃভূমি
তোমাকে এনে দিয়েছিলাম
বুকের সবটুকু তাজা রক্ত দিয়ে
একটি লাল সবুজের পতাকা
কিন্তু আজ তোমার সন্তানেরা
আমাদের আনা সেই পতাকাকে
অবহেলা করে!
আমারা ত্রিশ লাখ শহীদ কবরে
শুয়ে তোমায় ডাকছি মা
আমাদের কষ্ট দিও না মা
আমাদের কষ্ট দিও না….
(শহীদ মুক্তিযোদ্ধাদের আকুতি)
Leave a Reply