News Headline :
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মজিদা বোরহানকে বিজয়ী করতে একাট্টা এলাকাবাসী।। বরিশালবাসীকে উন্নত ড্রেনেজ ব্যবস্থা উপহার দেব ইনশাআল্লাহ -মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মহিপুরে চিকিৎসা উপ সহকারীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ,তদন্ত কমিটি গঠন খোকনের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রের টিম লিডার আবুল হাসানাত আব্দুল্লাহ।। শেখ হাসিনা ফিরেছিলেন বলেই গণতন্ত্র ফিরে পেয়েছি: খোকন সেরনিয়াবাত শেখ হাসিনা ফিরেছিলেন বলেই গণতন্ত্র ফিরে পেয়েছি: খোকন সেরনিয়াবাত মেয়র নির্বাচিত হলে সিটি কর্পোরেশন হবে বরিশালবাসীর জন্য উন্মুক্ত-খোকন সেরনিয়াবাত বিসিসি নৌকার প্রার্থীর সাথে ওয়ার্ড আ’লীগের সৌজন্য সাক্ষাত উজিরপুর বাজারে কমিশন লাইব্রেরিতে ভ্রাম্যমান আদালতের ১০ হাজার টাকা জরিমানা ব‌রিশা‌লে সা‌ড়ে ১৬ লক্ষ মানু‌ষের আশ্রয়‌কেন্দ্র প্রস্তুত
বরিশাল-ঢাকা রুটের লঞ্চ থেকে ঝাপিয়ে পড়া যুবকের লাশ উদ্ধার

বরিশাল-ঢাকা রুটের লঞ্চ থেকে ঝাপিয়ে পড়া যুবকের লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো
বরিশাল থেকে ঢাকা যাওয়ার লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ নগরীর কালিবাড়ি রোডের বাসিন্দা যুবকের লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকালে মেঘনা নদীতে জেলেদের জালে যুবকের লাশ উদ্ধার হয় বলে পুলিশ ও যুবকের স্বজনরা জানিয়েছে।
শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটের এমভি শুভরাজ- ৯ লঞ্চের ঢাকা যাওয়ার পথে ঝাপ দিয়ে নিখোঁজ হয় শেখ রেফাত মাহমুদ সাদ (২৭) নিখোঁজ হয়। সাদ নগরীর কালিবাড়ি রোডের ফ্লোরা ভিউর বাসিন্দা ঠিকাদার শেখ আসলাম মাহমুদের ছেলে।
লঞ্চের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে, রাত দেড়টার দিকে লঞ্চ থেকে নদীতে ঝাপিয়ে পড়েছে সাদ। ব‌রিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, সকালে মেঘনা নদীতে লাশ পেয়েছে।
সাদের মামা সাগর উদ্দিন মন্টি জানান, মেঘনা নদীতে জেলেদের জালে লাশ উঠে। পকেটে পাওয়া মোবাইল ফোন থেকে সীম বের করে জেলেরা তার বাবার ফোনে কল করে বিষয়টি জানিয়েছেন। সকাল আটটার দিকে তারা গিয়ে লাশ উদ্ধার করেছেন।
মন্টি আরো জানান, নদীতে ঝাঁপ দেয়ার আধাঘন্টা পূর্বে প্রেমিকার সাথে ঝগড়া হয়েছে। চাকুরি নিয়ে অসন্তুষ্ট ছিলো সে। তাই অভিমানে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছে বলে ধারনা করছেন যুবকের মামা মন্টি।
তার বাবা শেখ আসলাম মাহমুদ বলেন, বিএম কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে মাষ্টার্স সম্পন্ন করেছে। আবুল খায়ের গ্রুপ অব কোম্পানীতে তার নিয়োগ হয়েছে। শনিবার সেখানে যোগদানের কথা ছিলো। চাকুরিতে যোগদান করতে শুক্রবার বরিশাল থেকে শুভরাজ-৯ লঞ্চে ঢাকা রওনা হয়।
শেখ আসলাম মাহমুদ বলেন, আমার ছেলে বলে বলছি না সাদ খুব ভাল ছেলে ছিলো। নম্র, ভদ্র ও ধার্মিক ছিলো। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ও রোজা রাখতো। তার মধ্যে কখনো অস্বাভাবিকতা দেখিনি। যাওয়ার সময় আমার ও তার মায়ের কাছ থেকে দোয়া নিয়েছে। তার হাতে ও মায়ের কপালে চুমু দিয়েছে। যাওয়ার সময় আরো বলেছে, ঢাকা গিয়ে যদি টাকার প্রয়োজন হলে পাঠিয়ে দিও। আমিও তাকে বলেছি, তুমি জানালে পাঠিয়ে দেব। কেন, কি হলো আমি বুঝতে পারছি না।
প্রতিবেদককের কাছে আসা লঞ্চের সিসি টিভি ফুটেজ থেকে দেখা গেছে, শুক্রবার দিনগত রাত ১টা ১৬ মিনিটের দিকে লঞ্চের দ্বিতীয় তলার কেবিনে পাশে রেলিং ধরে নদীর দিকে তাকিয়ে রয়েছে। লঞ্চ থেকে নিচে তাকিয়ে দেখেছে। রাত ১ টা ৩৩ মিনিটে রেলিংয়ের উপর উঠে ঝাপ দিতে গিয়ে থেমে যায়। এক পা রেলিংয়ের বাইরে দিয়ে কিছু সময় দাড়িয়ে ছিলো। পাশে আরো দুই জন যাত্রী থাকলেও তারা বিষয়টি কোন কিছু খেয়াল করেনি। মিনিট খানেক সময় দাড়িয়ে থাকার পর নদীতে ঝাঁপ দিয়েছে সাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved by Sahoshi Barta
কারিগরি সহায়তা: Next Tech