নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাসদ বানারীপাড়া উপজেলার সাবেক সভাপতি বরিশাল জেলাকমিটির সাবেক সহ সভাপতি নারায়ন চন্দ হালদার(৮১)র গত বুধবার রাত ৮ টায় তার নিজবাড়ী উপজেলার জম্বদ্বীপে ইহলোক ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।তিনি বানারীপাড়া উপজেলার জাসদের প্রতিস্ঠাতা সভাপতি ছিলেন।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান. সাংগঠনিক সম্পাদক এ্যাড আনিচুজ্জামান. বরিশাল জেলা বাংলাদেশ জাসদ জাসদ সভাপতি শহিদুল ইসলাম মিরন. সাধারন সম্পাদক মীর সানাউল হক. সাংগঠনিক সম্পাদক প্রভাষক পার্থ দেব মন্ডল. মহানগর শাখার সভাপতি জামাল হোসেন সাধারন সম্পাদক মনোতোষ শিকদার।বানারীপাড়া উপজেলা সভাপতি শ্যামল মিত্র.সাধরন সম্পাদক টিপু সুলতান.যুগ্ম সম্পাদক সমিরন ঘরামী.পৌর সভার সভাপতি হিরু আহম্মেদ.উজিরপুর উপজেলা জাসদ নেতা সুভাষ চন্দ. রনি হোসেন.জাতীয় যুবজোটের সাংগঠনিক সম্পাদক পংকজ শিকারী.কেন্দ্রীয় নেতা মিরাজ আহম্মেদ.বানারীপাড়া ুপজেলা ছাত্র লীগ(বিসিএল)সভাপতি কাওসার মাহমুদ পমুক গভীর শোক প্রকাশ করেছেন।নেতৃবৃন্দ গনতান্ত্রিক আন্দোলনে নারায়ন চন্দ হাওদারের অবদান স্বীকার করে এ অঞ্চলে বাংলাদেশ জাসদকে গতিশীল করতে তার ভুমিকা নেতাকর্মীরা মনে রাখবে।
Leave a Reply