News Headline :
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মজিদা বোরহানকে বিজয়ী করতে একাট্টা এলাকাবাসী।। বরিশালবাসীকে উন্নত ড্রেনেজ ব্যবস্থা উপহার দেব ইনশাআল্লাহ -মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই মহিপুরে চিকিৎসা উপ সহকারীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ,তদন্ত কমিটি গঠন খোকনের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রের টিম লিডার আবুল হাসানাত আব্দুল্লাহ।। শেখ হাসিনা ফিরেছিলেন বলেই গণতন্ত্র ফিরে পেয়েছি: খোকন সেরনিয়াবাত শেখ হাসিনা ফিরেছিলেন বলেই গণতন্ত্র ফিরে পেয়েছি: খোকন সেরনিয়াবাত মেয়র নির্বাচিত হলে সিটি কর্পোরেশন হবে বরিশালবাসীর জন্য উন্মুক্ত-খোকন সেরনিয়াবাত বিসিসি নৌকার প্রার্থীর সাথে ওয়ার্ড আ’লীগের সৌজন্য সাক্ষাত উজিরপুর বাজারে কমিশন লাইব্রেরিতে ভ্রাম্যমান আদালতের ১০ হাজার টাকা জরিমানা ব‌রিশা‌লে সা‌ড়ে ১৬ লক্ষ মানু‌ষের আশ্রয়‌কেন্দ্র প্রস্তুত
মহিপুরে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়।

মহিপুরে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়।

রফিকুল ইসলাম ফেরদৌস   কুয়াকাটা প্রতিনিধি ঃতীব্র গরমে বিপর্যন্ত জনজীবন। গত কয়েক দিন এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা) আদায় করা হয়েছে  মহিপুরের আলীপুরে। খোলা আকাশের নিচে তিন শতাধিক মুসুল্লি নিয়ে এই নামাজের জামাতে ইমামতি করেছেন আলীপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি বেলাল হোসাইন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে লতাচাপলী ইউনিয়নের আলীপুর কেন্দ্রিয় জামে মসজিদ মাঠে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে আগত মুসল্লিদর উদ্দেশ্যে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি হাবিবুর রহমান মিসবাহ। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তি জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এসময় মুসুল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন এবং আল্লাহর দরবারে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ। নামাজে অংশ গ্রহণকারী মুসল্লি বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমরা খুব বিপদে আছে। বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহ নামাজের মাধ্যমে চাইতে বলেছেন। বৃষ্টির জন্য এই নামাজ আদায় করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অওয়াসাল্লামের সুন্নত। তাই আমরা এ নামাজ আদায় করছি। প্রসঙ্গত, বৃষ্টির জন্য সম্মিলিতভাবে আজান, একামত ছাড়া জামাতে দুই রাকাত নামাজ আদায় করা হয়। এটাকে বলা হয় ‘সালাতুল ইস্তিসকা’। ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন। ###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved by Sahoshi Barta
কারিগরি সহায়তা: Next Tech