বরিশাল : সারা দেশের মতো এবারও এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে মোট ৯১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে এবছরও ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বরিশাল বিভাগের ৬ জেলা এবং মহানগরীর ১ হাজার ৪৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯১ হাজার ৮০০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৭২৭ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৭৩ জন। বিভাগের ১৯০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে তারা। আজ প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়েছে দুপুর ১টায় শেষ হবে। এদিকে বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে বোর্ড চেয়ারম্যান। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিটি পরীক্ষা সম্পন্ন হবার পাশাপাশি কোন প্রকার প্রশ্নপত্র ফাঁসের সম্ভাবনা নেই। পরীক্ষাকে কেন্দ্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া সহ ৩৫টি ভিজিলেন্স টিম মাঠে কাজ করছে বলেও জানান তিনি।
Leave a Reply