পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনার তেতুলিয়া নদীতে বরযাত্রীবাহী নৌকাডুবিতে নিখোঁজ বর রাব্বি হাওলাদার ও তার মা সেলিনা বেগমের মরদেহ ১০ কিলোমিটার দূরে গলাচিপার বদনাতলী এলাকা থেকে ভাসমান অবস্থায় ৩৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে।এখনও নিখোঁজ রয়েছে দুই শিশু ১১ বছরের মারিয়া চার বছরের খাদিজা । আজ রবিবার সকল সাতটায় স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা আউলিয়াপুর লঞ্চঘাটে নিয়ে আসে। এখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা।
গত শুক্রবার নববধু নিয়ে দশমিনার চর বোরহান থেকে রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর ফেরার পথে বরযাত্রীবাহী একটি মাছধরা ডিঙ্গি নৌকা তেতুলিয়া নদীর চর শাহাজাল এলাকায় ঝড় হওয়ার কবলে পড়ে ডুবে যায়। ওই নৌকায় বর-কনে ছাড়াও ১৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ১০ জনকে জীবিত অবস্থায় জেলেরা উদ্ধার করতে সক্ষম হলেও ঘটনাস্থলে মারা যায় বর রাব্বির ফুপু অন্তঃসত্ত্বা লিপি বেগ (৩২)।
নিখোঁজ হন বর রাব্বি হাওলাদার (২০), তার মা সেলিনা বেগম (৩৮), নিহত লিপি বেগমের চার বছরের মেয়ে খাদিজা ও বরের শালিকা ১১ বছরের মারিয়া। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও গতকাল শনিবার পর্যন্ত কারো সন্ধান করতে পারেনি।
আজ সকালে ১০ কিলোমিটার দক্ষিনে গলাচিপা উপজেলার বদনাতলী লঞ্চঘাট এলাকায় বর রাব্বি ও তার মা সেলিনা বেগমের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন প্রশাসনকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা চলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে দশমিনার আউলিয়াপুর লংঘাটে নিয়ে আসে। এখনো নিখোঁজ রয়েছে চার বছরের শিশু খাদিজা ও ১১ বছরের মারিয়া।
উল্লেখ্য, দেড় মাস আগে দশমিনার রনগোপালদী ইউনিয়নের গুলি-আউলিয়াপুর গ্রামের জেলে মনির হাওলাদারের ছেলে রাব্বির সাথে বিয়ে হয় চর বোরহান ইউনিয়নের নয় নং ওয়ার্ডের হুমায়ূন মুন্সির মেয়ে সুমাইয়ার। শুক্রবার বউ তুলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নৌকার ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
# দশমিনার তেতুলিয়া নদীতে বরযাত্রীবাহী নৌকাডুবিতে নিখোঁজ বর রাব্বি হাওলাদার ও তার মা সেলিনা বেগমের মরদেহ ১০ কিলোমিটার দূরে গলাচিপার বদনাতলী এলাকা থেকে ভাসমান অবস্থায় ৩৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে, এখনও নিখোঁজ রয়েছে দুই শিশু ১১ বছরের মারিয়া চার বছরের খাদিজা । আজ রবিবার সকল সাতটায় স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা আউলিয়াপুর লঞ্চঘাটে নিয়ে আসে। এখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা।
গত শুক্রবার নববধু নিয়ে দশমিনার চর বোরহান থেকে রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর ফেরার পথে বরযাত্রীবাহী একটি মাছধরা ডিঙ্গি নৌকা তেতুলিয়া নদীর চর শাহাজাল এলাকায় ঝড় হওয়ার কবলে পড়ে ডুবে যায়। ওই নৌকায় বর-কনে ছাড়াও ১৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ১০ জনকে জীবিত অবস্থায় জেলেরা উদ্ধার করতে সক্ষম হলেও ঘটনাস্থলে মারা যায় বর রাব্বির ফুপু অন্তঃসত্ত্বা লিপি বেগ (৩২)।
নিখোঁজ হন বর রাব্বি হাওলাদার (২০), তার মা সেলিনা বেগম (৩৮), নিহত লিপি বেগমের চার বছরের মেয়ে খাদিজা ও বরের শালিকা ১১ বছরের মারিয়া। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও গতকাল শনিবার পর্যন্ত কারো সন্ধান করতে পারেনি।
আজ সকালে ১০ কিলোমিটার দক্ষিনে গলাচিপা উপজেলার বদনাতলী লঞ্চঘাট এলাকায় বর রাব্বি ও তার মা সেলিনা বেগমের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন প্রশাসনকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা চলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে দশমিনার আউলিয়াপুর লংঘাটে নিয়ে আসে। এখনো নিখোঁজ রয়েছে চার বছরের শিশু খাদিজা ও ১১ বছরের মারিয়া।
উল্লেখ্য, দেড় মাস আগে দশমিনার রনগোপালদী ইউনিয়নের গুলি-আউলিয়াপুর গ্রামের জেলে মনির হাওলাদারের ছেলে রাব্বির সাথে বিয়ে হয় চর বোরহান ইউনিয়নের নয় নং ওয়ার্ডের হুমায়ূন মুন্সির মেয়ে সুমাইয়ার। শুক্রবার বউ তুলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নৌকার ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
#
Leave a Reply