কলাপাড়ায় প্রতারণার মামলায় এক ব্যবসায়ী কারাগারে
কুয়াকাটা প্রতিনিধি প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় আব্দুর রশিদ নামে এক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তার বিরুদ্ধে দায়েরকৃত প্রতারণা মামলায় কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে আল-মামুনের দায়েরকৃত প্রতারণার মামলায় তিনি জেলে যান।আব্দুর রশিদ উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া গ্রামের বাসিন্দা ও মৃত্যু আব্দুল গণির ছেলে। তিনি মহিপুরে দীর্ঘদিন ধরে ইট ও কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
বাদি আল-মামুন জানান, তার কাছ থেকে ১ লক্ষ ৫৫ হাজার ইটের গেট পাশ নিয়ে ইট দেয়নি আব্দুর রশিদ। উল্লেখিত ইটের বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ ৭৬ হাজার টাকা। পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন আল-মামুন। মামলা নং ১২৮/২৩। এই মামলায় হাজিরা দিতে গেলেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।
এর আগে তিনি তার ব্যবসায়ী পার্টনার মোঃ সোহাগ মৃধার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করে নিজেই জেল খাটেন আব্দুর রশিদ।
এবিষয়ে মোঃ সোহাগ মৃধা জানান, তাদেরকে না জানিয়ে ৪ লক্ষ ইট ৩২ লক্ষ টাকায় বিক্রি করেন আব্দুর রশিদ। সেই টাকার হিসেব চাইলে তার বিরুদ্ধে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়। যা আদালতে প্রমাণিত হলে ম্যাজিস্ট্রেট বাদি হয়ে আব্দুর রশিদের বিরুদ্ধে ২১১ ধারায় মামলা দায়ের করে জেলে পাঠান। মামলা এখনো চলমান রয়েছে।
Leave a Reply