রফিকুল ইসলাম ফেরদৌস কুয়াকাটা
পটুয়াখালী পৌর শহরের পুরান বাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর।
মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের মাঝে একবেলার খাবার ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তিনি।
এ সময় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান ছবির গাজী, সদস্য মিজানুর রহমান মনির, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন, পৌর আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামাল, সাংগঠনিক সম্পাদক চিন্ময় বনিক, সদস্য মোঃ এমদাদুল হকসহ জেলা, উপজেলা এবং পৌর আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩ মে বিকেলে একটি তেলের গোডাউনে আগুন লেগে পৌর শহরের পুরান বাজার সংলগ্ন মিঠাপুকুর পাড় এলাকা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ি পুড়ে যায়।
Leave a Reply