বরিশাল ব্যুরো
বরিশাল কীর্তনখোলা নদীতে নোঙর করা তেলভর্তি ওয়েলট্যাংকার এমটি ইবাদি ১ এর ইঞ্জিনরুমে বিস্ফোরণে দুই কর্মচারী নিহত হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও তিনজনকে। বৃহস্পতিবার বিকেলে নগরীর বান্দরোডের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৪)। এই দুই জনের বাড়ি চট্টগ্রাম। হাসপাতালে ভর্তি তিন কর্মচারী হলেন- কুতুব উদ্দিন, মো. রুবেল ও কামাল হোসেন। নিখোঁজ রয়েছেন আবুল কাশেম।
মেঘনা পেট্রোলিয়াম লিমিডেট বরিশাল ডিপোর জন্য চট্টগ্রাম থেকে তিন আগে কীর্তনখোলা নদীতে এসেছে জাহাজটি। এতে অকটেন, পেট্রোল ও ডিজেল ভর্তি ছিলো। সেই তেল উত্তোলনের জন্য ইঞ্জিন চালু করলে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন জাহাজের কর্মচারীরা। বিস্ফোরণের সময় ১৬ জন ক্রু নিয়ে জাহাজটি অবস্থান করছিলো।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মিজানুর রহমান জানান,
আমরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করি। ফলে তেলভর্তি জাহাজ বড় ধরণের ক্ষতির মুখ থেকে রক্ষা পায়। ইঞ্জিন রুম উত্তপ্ত হওয়ায় তল্লাশী চালাতে পারছি না। উত্তাপ কমলে আমরা সার্স করে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করবো। প্রাথমিকভাবে ধারণা করছি জাহাজের ইঞ্জিন রুমের এয়ারকম্প্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলতে পারবো।
জাহাজের এক কর্মচারী জানান, তিন দিন আগে জাহাজ কীর্তনখোলা নদীতে নোঙর করি। জাহাজ থেকে মেঘনা ডিপোতে তেল উত্তোলন করতে বিকেলে ইঞ্জিন চালু করতে ছয়জন কর্মচারী ইঞ্জিনরুমে যায়। তখন ইঞ্জিন চালু করলে বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতনরা
Leave a Reply