প্রতিনিধি, বরিশাল: ঘূর্নিঝড় মোখা মোকাবেলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় বরিশালে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সার্কিট হাউসের মধুমতি মাল্টিপারপাস হলে বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৫৪১টি, পটুয়াখালীতে ৭০৩, ভোলায় ৭৪৬, বরগুনায় ৬৪২, পিরোজপুরে ৪০৭ ও ঝালকাঠিতে ৬২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে বিভাগে ৩৫টি মুজিব কেল্লাও। এসব কেন্দ্রে ১৬ লক্ষ ৪৯ হাজার ৬০৬ জন মানুষ ও ১২ লক্ষ ৪১ হাজার ৪৯০ গবাদিপশুর আশ্রয়ের ব্যবস্থা রয়েছে।
বিভাগীয় কমিশনার জানান, ২ হাজার ৭০৮ মেট্রিক টন খাদ্য শস্য মজুদ করা রয়েছে। নগদ অর্থ রয়েছে ৫৯ লক্ষ ২০ হাজার ৮০৪ টাকা, কম্বল ২০ হাজার ৭শ পিস, টিন ৫৪৩ বান্ডেল, স্বেচ্ছাসেবক ৩৯ হাজার ৪২৫ জন, নিয়ন্ত্রণ কক্ষ ৪৮টি ও মেডিক্যাল টিম ৩৫৭টি এবং বেসরকারি প্রতিষ্ঠান ২০টি মোখা মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
জরুরী সভায় রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, শেখ হাসিনা সেনা নিবাসের লেফট্যান্টে কর্নেল হাবিবুর রহমান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান বিশেষজ্ঞ কবির খান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হুমায়ন শাহিন খান, র্যাব ৮ এর উপ অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক আনিসুর রহমান তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম, কোস্ট গার্ডের চীফ পেটি অফিসার বাবুল আক্তার, নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply