নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৬ মে) দুপুরে নৌকা প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সাক্ষাত করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, অওয়ামীলীগ প্রার্থীর নির্বাচনী দপ্তর সেলের প্রধান এ্যাডভোকেট লস্কর নুরুল হক, এ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মাস্টার ফারুক হোসেন, সদস্য ডাঃ নাসির উদ্দিন, বাবু তালুকদার, কামাল মোল্লা, সবুজ তালুকদার ও ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম টিটুসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ওয়ার্ড থেকে আগত নেতৃবৃদ্রে উদ্দেশ্য করে প্রার্থী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বরিশাল সিটিতে তেমন কোন উনন্নয়ন ঘটাতে পারেননি এখানকার জনপ্রতিনিধিরা। তাই বরিশালের উন্নয়নের স্বার্থে আগামী সিটি নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে কাজ করার আহবান জানান। নির্বাচীত হলে তিনি নগরীর বর্ধিত শহরকে উন্নয়নের মাধ্যমে মুল শহরে রুপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply