বরিশাল : ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রার্থিরা শেষ করেছেন প্রচার প্রচারনা। এবার ভোটের হিসাব নিকাশের পালা। তবে আগামি ১২ জুনের নির্বাচনে ফুরফুরে মেজাজে রয়েছেন ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মজিদা বোরহান। সাবেক এ জনপ্রিয় কাউন্সিলর দির্ঘদিন ধরে নির্বাচনী মাঠে ছিলেন। বিশেষ করে করোনাকালীন সময়ে খেটে খাওয়া দরিদ্র মানুষের পাশে গিয়ে দাড়িয়েছিলেন সাবেক এ জনপ্রিয় কাউন্সিলর। করোনাকালীন সময়ে মানুষের পাশে গিয়ে দাড়ানো, মাক্স বিতরন, ত্রান বিতরনসহ নানান জনসেবা মুলক কর্মকান্ড করেছিলেন তিনি। এছাড়া তার যোগ্য পূত্র বিশিষ্ঠ ব্যাবসায়ী আল বারাকা মটরর্সের স্বত্তাধিকারী আলহাজ্ব রাজু আহম্মেদ সব সময়ই মায়ের পাশে থেকে অসহায় ও খেটেখাওয়া মানুষের সাহায্য করেছেন। মায়ের পাশাপাশি ব্যাবসায়ী পূত্রের সামাজিক কর্মকান্ডে মানুষ মহাখুশি। যে কারনে আগামি ১২ জুনের নির্বাচনে জনসমর্থনে সবার চেয়ে এগিয়ে রয়েছেন জীপগাড়ি মার্কার প্রার্থি মজিদা বোরহান।
এ বিষয়ে ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা মিতু সরকার বলেন, মজিদা বোরহান একজন সত্যিকারের ভালো মানুষ। ধর্ম বর্ন নির্বিশেষে করোনাকালীন সময়ে তিনি গরীব মানুষকে সহায়তা করেছেন। এমনকি ওইসময় আমিও মজিদা বোরহানের খাদ্য সহায়তা পেয়েছিলাম। তাইআগামি ১২ জুনের নির্বাচনে আমি ও আমার পরিবারের সকলেই মজিদা বোরহানকে ভোট দিবো। আমি বিশ্বাস করি বিপুল ভোটের ব্যাবধানে তিনি বিজয়ী হবেন।
১৮ নং ওয়ার্ডের বাসিন্দা নুরহাজান বেগম বলেন, আগামিকালের নির্বাচনে আমি একজন সৎ ও যোগ্য ব্যাক্তিকেই ভোট দিবো। সংরক্ষিত কাউন্সিলর প্রার্থি হিসেবে মজিদা বোরহান তার প্রথম পছন্দের। তিনিসহ তার শুভাকাঙ্খিরা জীপ গাড়ি মার্কায় ভোট দিবেন বলেও জানান।
১৬ নং ওয়ার্ডের বাসিন্দা সামসু মিঞা জানান, সৎ যোগ্য ও ধার্মিক প্রার্থিকেই তিনি ভোট দিবেন। তিনি বলেন মজিদা বোরহান একজন ধার্মিক ব্যাক্তি। তার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। নির্বাচন সুষ্ঠ হলে মজিদা বোরহান বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হবেন।
এ বিষয়ে বিশিষ্ঠ ব্যাবসায়ী ও আল বারাকা মটর্সের স্বত্তাধিকারী আলহাজ্ব রাজু আহম্মেদ বলেন, অনেকে ঘুষ, অনিয়ম ও দূর্নীতি করে টাকার মালিক হওয়ার জন্য নির্বাচন করেন। আর আমার মা নির্বাচন করেন মানুষের সেবা করার জন্য। তিনি বলেন, আমার সহায় সম্পদ যা রয়েছে তাতে আমার মাকে কোন অন্যায় করতে হবে না। কিংবা রিলিপের মাল চুরি করতে হবে না। বরং আমরা নিজস্ব তহবিল থেকেই মানুষকে সাহায্য করে থাকি। আমার মা নির্বাচিত হলে তার প্রধান কাজ হবে মানুষের সেবা করা। আমি বিশ্বাস করি জনগণ আমার মায়ের পাশে রয়েছেন এবং শেষ মূহূর্ত পর্যন্ত থাকবেন এবং বিপুল ভোটের ব্যাবধানে আমার মা বিজয়ী হবেন।
Leave a Reply