বরিশাল ব্যুরো : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বেসরকারি ভাবে ৫৩ হাজার ৯৮০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। ১২৬টি কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। সোমবার (১২ জুন) রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির। তবে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করেছেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম । তিনি সংবাদ সম্মেলন করে ফলাফল প্রত্যাখ্যান করেন। এদিকে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬ টা থেকে ফলাফল ঘোষণা চলে রাত ৯ টা পর্যন্ত। ফলাফলে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বিজয়ী হন।
Leave a Reply