মো : নূরুল বশির
========================
হাজারো সীমাবদ্ধতার মাঝে দ্বায়িত্ব গ্রহনের পর কোন চাটুকার, কোন তদ্বিরবাজদের কোন আবেদন নিবেদনকে প্রশ্রয় দিবেন না।সিটি কর্পোরেশনে ইন্জিনিয়ারিং শাখা,করশাখা অন্তত এই দুটি শাখার দ্বায়িত্বরত কর্মচারিদের দূর্নীতি রোধে কঠোর ভূমিকা নিতে হবে।অযৌক্তিক ভাবে আপনার পূর্ববর্তী মেয়রগন নির্ধারীত কোঠার বাহিরে অতিরিক্ত চুক্তিভিত্তিক অতিরিক্ত জনবল নিয়োগ দিয়েছেন তাদের ব্যাপারে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। আমরা একজন দক্ষ প্রশাসক,একজন জনবান্ধব মেয়র চাই। অতীতে বরিশালবাসী একটি বাড়ির প্লান পাশ করাতে গেলে তাকে জাহান্নামের দরজা কেমন তা দেখতে হতো। হোল্ডিং ট্যাক্স নির্ধারনে কর শাখার কর্মচারিদের বড় অংকের টাকা না দিলে ফিতা নিয়ে মাপতে যেতো কত স্কোয়ার ফুটের বাড়ি। তার উপর ট্যাক্স! বর্গিদেরও হার মানিয়েছিল। আরও অনেক বলার আছে।যেগুলো আমরা আপনি চেয়ারে বসার পর প্রথম দুই মাসে আপনার প্রশাসন দেখে তারপর বলবো।আশাকরি আপনি নির্বাচনী ইস্তিহার মনে রাখবেন।
Leave a Reply