উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় কর্মরত নবীন/প্রবীন সাংবাদিকদের সংমিশ্রনে একটি আত্ম প্রত্যয়ী সংগঠন “উজিরপুর সাংবাদিক ইউনিয়ন”নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ও কমিটি গঠন করা হয়েছে। সময়ের প্রয়োজনে যা ছিলো জরুরী। ৪ আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় সাকুরা ফুড ভিলেজ এর ভিআইপি লাউঞ্জে উজিরপুরের প্রবীন সাংবাদিক কল্যান কুমার চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আঃ রহিম সরদার , মাহফুজুর রহমান মাসুম ,শাকিল মাহমুদ বাচ্চু, নাজমুল হক মুন্না, বাসুদেব পারুয়া, কমল বাড়ৈ পুলক। এ সময় উপস্থিত সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আঃ রহিম সরদার (দৈনিক আমাদের সময়)কে সভাপতি, শাকিল মাহমুদ বাচ্চু (দৈনিক দেশ রুপান্তর)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৬ সদস্য বিশিষ্ট উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়।
সহ সভাপতি বাসুদেব পাড়ুয়া (নিপীড়িতের কন্ঠস্বর ), চঞ্চল সরদার (বরিশাল ক্রাইম), যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম (দৈনিক মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না (দৈনিক আমাদের নতুন সময়),কোষাধ্যক্ষ জাহীদ হাসান , প্রচার সম্পাদক বিপ্লব চন্দ্র হাজারী (দৈনিক হিরন্ময়),ক্রীড়া সম্পাদক সুদেব মন্ডল (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কমল বাড়ৈ পুলক (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক মোঃ জুনায়েদ খান সিয়াম (নতুন বাজার পত্রিকা/দৈনিক আজকের বরিশাল)।
নিবার্হী সদস্য কল্যান কুমার চন্দ, (নিপীড়িতের কন্ঠস্বর / সংবাদ ), সৈয়দ জাহিদ আলম (দৈনিক মতবাদ), জাহিদুল ইসলাম মিঠু মোল্লা (বিজয় নিউজ)ও আলমগীর লস্কর নির্বাচিত হয়েছেন।
প্রকৃত কলম সৈনিকদের পেশার সুনাম ও মর্যাদা রক্ষায় যে কোন ত্যাগ স্বীকার করতে বদ্ধপরিকর উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যরা। প্রকৃত পেশাজিবী সংবাদকর্মীদের নিয়ে উজিরপুর উপজেলায় সাংবাদিক ইউনিয়ন নামে নতুন সংগঠনের আত্ম প্রকাশ হওয়ায় সংগঠনের সফলতা কামনা করেছেন উপজেলার বিভিন্ন স্তরের সামাজিক সাংস্কৃতিক শিক্ষক ও অন্যান্য শ্রেনী পেশার মানুষ। উল্লেখ্য যে উজিরপুর সাংবাদিক ইউনিয়ন সংগঠনটি সম্পুর্নভাবে রাজনৈতিক বলয়ের মুক্ত থাকবে এবং সমাজের সকল পেশার মানুষের সংবাদ প্রকাশে বদ্ধ পরিকর থাকবে ও অসাম্প্রদায়িক এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ থাকবে। এ বিষয়ে পরবর্তী সভায় সংগঠনের প্রনয়নকৃত গঠনতন্ত্র চুড়ান্ত করা হবে।
Leave a Reply