বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলায় ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার তাকে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করে আসছেন। নির্বাচন বোর্ডের সভাপতি ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন ও সদস্য সচিব উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সদস্য উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদুল ইসলাম, উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান। উজিরপুর উপজেলায় ১৮১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীকে ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া তিনি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি, উজিরপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সন্মানিত সদস্য এবং পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসছেন।
Leave a Reply