নিজস্ব প্রতিবেদক : রোটারী ক্লাব অব বরিশালের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরন, গাছের চারা রোপন এবং অরিয়েন্টেশন সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় যুবলীগের কেন্দ্রীয় নেতা মাহমুদুল হক খান মামুনের বাসভবনে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। অরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব বরিশালের প্রেসিডেন্ট কাজী মিরাজ। অরিয়েন্টেশনে ট্রেনার, ডিস্ট্রিক সেক্রেটারী মাহতাব উদ্দিন আল মাহমুদ রোটারীর পরিচালনা পদ্ধতি, মিটিং পরিচালনা পদ্ধতি, রোটারীর কোর ভ্যালু, ফোর ওয়েটেস্ট সেভেন এরিয়া ফোকাস বিষয়ে আলোচনা করেন। জোন ট্রেনার জুয়েল শাহ কবির শাহীন ডিস্ট্রিক্ট ডিউজ ও আরআই ডিউজ সম্পর্কে আলোচনা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারীয়ান হান্নান মল্লিক, রোটারীয়ান মাহমুদুল হক খান মামুন, ইঞ্জিনিয়ার আবুল বাশার, বনি আমিন, ভানু লাল দে, আব্দুল হালিম ভুইয়া, রিয়াজ উল কবির, কাউন্সিলর জাকির ভুলু, মেহেদী হাসান সুমন, এনামুল হক বাহার, হাসনাইন চৌধুরী। অরিয়েন্টশন সভায় নতুন সদস্য হিসেবে যোগদান করেন কাউন্সিলর সামজিদুল কবির বাবু।
Leave a Reply